ইরান সফরে যাবেন পুতিন

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করবেন বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। যদিও সেই সফরের দিন-তারিখ এখনও জানা যায়নি। শুক্রবার (২৪ জুন) এমন প্রতিবেদন প্রকাশ করে তাসনিম নিউজ।

পুতিনের ইরান সফর এবং আস্তানা ফরম্যাটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পেসকভ বলেন, তিনি (পুতিন) অবশ্যই নির্দিষ্ট সময়ে ইরান সফরে যাবেন। তবে সঠিক তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান আশা প্রকাশ করেছেন, ইরান-রাশিয়া-তুরস্ক শীর্ষ সম্মেলন শেষ পর্যন্ত তেহরানে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বাবার সাথে সম্পর্ক ছেদ করতে নাম পরিবর্তন করলেন ইলন মাস্কের মেয়ে

কোভিড-১৯ মহামারির আগেও এই ধরনের সভা করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর থেকে অনুষ্ঠানটি অনেকবার স্থগিত করতে হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply