নরওয়েতে বন্দুক হামলার ঘটনা ইসলামি জঙ্গিবাদ: পুলিশ

|

ছবি: সংগৃহীত

নরওয়ের অসলোতে বন্দুক হামলার ঘটনাকে ইসলামি জঙ্গিবাদ হিসেবে দেখছে দেশটির পুলিশ। আটক ৪২ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে গঠন করা হয়েছে হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ। খবর আল জাজিরার।

গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ২০১৫ সাল থেকেই সন্দেহভাজন উগ্র মৌলবাদী হিসেবে পুলিশের তালিকায় ছিল হামলাকারীর নাম। মানসিক ভারসাম্যহীনতার ইতিহাসও আছে তার। হামলাকারী ইরানি বংশোদ্ভুত নরওয়ের নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগেও বিভিন্ন অপরাধে আটক হয়েছেন তিনি। গত মাসেও মুখোমুখি হন জিজ্ঞাসাবাদের। তবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়নি তখন।

শনিবার (২৫ জুন) অসলোর নাইটক্লাবের সামনে এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয় ২ জনের। আহত আরও ২১ জন। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীকে আটক করে পুলিশ। জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু করতে সম্মত ইরান

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply