গণবিয়ের ঘটনা নতুন নয়। তবে মেক্সিকোতে স্থানীয় সময় গত শুক্রবার (২৪ জুন) যে গণবিয়ের আয়োজন করা হয়েছিল সেটি ছিল একেবারেই ভিন্নরকম। এদিন বিয়ের পিঁড়িতে বসা সমস্ত বর এবং কণেই ছিলেন সমলিঙ্গের, অর্থাৎ সমকামী। স্থানীয় প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত হয় সমকামীদের এই গণবিয়ে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে জানানো হয়, এই গণবিয়েতে ফেলিক্স মেন্ডেলসনের ঐতিহ্যবাহী ‘ওয়েডিং মার্চ’ গানটি বাজানো হয়। বিয়েতে প্রায় সব যুগলই একই রঙের ও একই ডিজাইনের পোশাক পরেন। সকলকে এক সাথে বিয়ে পড়ানো হয়। অনেকেরই মুখে ছিল রংধনু রংয়ের মাস্ক।
বিয়েতে আসা মিগুয়েল দেলগাদো বলেন, সত্যি বলতে আমরা দীর্ঘ সময় ধরে এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে তা হয়ে ওঠেনি। একবার যখন সুযোগ পেলাম তখন আমরা তা কাজে লাগাতে দ্বিধা করিনি।
এই গণবিয়ের আয়োজন করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে সমকামী যুগলদের আর্থিক সহায়তাও দেয়া হয়। শেষে রংধনু রঙের একটি বড় কেক কেটে দিনটিকে উদযাপন করেন তারা।
মেক্সিকোতে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা হয় ২০১০ সাল থেকে। ওই সময় মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ২৬ রাজ্যেই এই আইন কার্যকর হয়। এর আগে পর্যন্ত সমলিঙ্গের বিয়ে ও সম্পর্ক অবৈধ ছিল মেক্সিকোতে।
এসজেড/
Leave a reply