আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন নেত্রকোণার বানভাসিরা

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণায় সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার দশ উপজেলার ৭৩টি ইউনিয়নে ৫ লাখ ৫২ হাজার মানুষ বন্যার কারণে
ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৩৩৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সোয়া লাখ মানুষ আশ্রয় নেয়। পানি কমতে শুরু করায় ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র
ছাড়তে শুরু করেছে বানভাসিরা।

নেত্রকোণার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানিয়েছেন, জেলার ছোটবড় সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু
করছে। তবে উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, সিলেটেও নেমে যাচ্ছে বন্যার পানি। যেসব এলাকা থেকে বানের জল নেমে গেছে, সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

সুনামগঞ্জের ১২ উপজেলার নিচু এলাকা থেকেও নেমে যাচ্ছে বন্যার পানি। জামালপুর-শেরপুরসহ পূর্বাঞ্চলেও বন্যার উন্নতি হয়েছে। এছাড়া, রংপুর-গাইবান্ধা-লালমনিরহাটসহ উত্তরাঞ্চলেও একই চিত্র। কমেছে নদ-নদীর পানি। তবে যেসব এলাকা এখনও পানিবন্দি, সেখানকার বাসিন্দারা চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply