‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না, পুলিশ শুধু আত্মরক্ষা করেছে’

|

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ শুধু আত্মরক্ষা করছে। দুপুরে রাজধানীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এসময় কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদির বিষয়েও কথা বলেন তিনি। জানান, অপরাধী হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ও বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে ওবায়দুল কাদের বলেন, ভ্রাম্যমাণ আদালত না থাকলে আইনভঙ্গ করার প্রবণতা বাড়বে।

অভিযানের সময় ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৭৫ হাজার টাকা জারিমানা আদায় করা হয়। এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দলটি দেশে-বিদেশে স্বীকৃত অপরাধী। তারা কেবল প্রতিপক্ষের সমালোচনাই করতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply