ইউক্রেনের রাজধানী কিয়েভে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। রোববার (২৬ জুন) এই ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি কেঁপে ওঠে। গত তিন সপ্তাহের মধ্যে এটিই কিয়েভে প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে কিয়েভের মধ্যাঞ্চলে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। পরে দক্ষিণের শহরতলিতে আরও দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রশাসনিক প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, রুশরা আবারও কিয়েভে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি কিন্ডার গার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইউক্রেনের পুলিশ প্রধান জানিয়েছেন, অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
/এনএএস
Leave a reply