পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলা সেই যুবক গ্রেফতার

|

গ্রেফতারকৃত যুবক।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলা সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারকৃত যুবকের নাম বায়েজিদ তালহা। রোববার (২৬ জুন) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির একটি সূত্র বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে।

এর আগে এ সংক্রান্ত একটি টিকটক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো পদ্মা সেতু আমাদের। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

ভিডিওটি সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তার গ্রেফতারেরও দাবি জানান। এরপরই গ্রেফতার করা হলো বায়েজিদ তালহাকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply