সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের চেয়ে ১০৬ রানে এগিয়ে রোববার তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়েছে ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে স্বাগতিকরা থেমেছে ৪০৮ রানে। ফলে বাংলাদেশ ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৫ ওভারে ১ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ রান। ৪ রান করে কেমার রোচের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তামিম। এখন ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত।
এর আগে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান তোলে স্বাগতিকরা। মেয়ার্স ১৮০ বলে ১২৬ অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমে আজ থেমেছে ১৪৬ রানে। জশুয়া ডি সিলভা ২৬ রান করে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন।
বল হাতে বাংলাদেশের হয়ে খালিদ নেন ৫ উইকেট। এছাড়া মিরাজ ৩টি ও শরিফুল নেন দুটি উইকেট।
ইউএইচ/
Leave a reply