গাইবান্ধায় গৃহবধূর একসাথে তিন কন্যার জন্ম, ভবিষ্যত নিয়ে চিন্তিত দরিদ্র দম্পতি

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া তিনজনেই কন্যা সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

সোমবার (২৭ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় (টুবরিপাড়া) গ্রামের নিজ বাড়িতে তিন নবজাতকের জন্ম হয়। ভোররাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয় এলাকার ধাত্রী মমতা বেগমের সহযোগিতায় স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

গৃহবধূর নাম রুমা বেগম। তার স্বামী আশাদুল প্রামাণিক পেশায় কৃষক। একসাথে তিন সন্তান জন্মের পর খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রুমা-আশাদুল দম্পতি। এই দম্পতির ঘরে আরিফা আকতার নামে ৭ বছরের এক মেয়ে ও রবিউল ইসলাম নামে ৫ বছরের এক ছেলে রয়েছে।

আশাদুল প্রামাণিক বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই। ভাইয়ের জমিতে ঘর করে বসবাস করেন তারা। অন্যের জমিতে কৃষি কাজ করে যা আয় তা ‍দিয়েই চলে সংসার। নিজের শারীরিক অবস্থা ভালো নেই। দীর্ঘদিন ধরে পেটে একটি টিউমার হয়ে অসুস্থতায় ভুগলেও অর্থের অভাবে অপারেশন করতে পারছি না। এখন জন্ম নেয়া তিন নবজাতকসহ সাত সদস্যের সংসার চলবে কি করে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তবে সুস্থভাবে সন্তানদের বেঁচে থাকতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে, একসাথে তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় পরিবার ছাড়াও খুশি প্রতিবেশীসহ আশপাশের মানুষ। তিন নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে তাদের এক নজরে দেখতে আসছেন মানুষ, অনেকেই তাদের ছবি তুলছেন।

খবর পেয়ে নবজাতক শিশুদের দেখতে আসেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শাহজাহান প্রামাণিক। এসময় তিনি ইউনিয়ন পরিষদে আলোচনা করে রুমা-আশাদুল দম্পতিকে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি দরিদ্র রুমা-আশাদুল দম্পতির পরিবারকে সহযোগিতার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিত্তবানদের কাছেও সহযোগিতার দাবি জানান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply