উত্তরাখণ্ডে লিফট দেয়ার নামে গাড়িতে তুলে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ

|

প্রতীকী ছবি

ভারতের উত্তরাখণ্ডে চলন্ত গাড়িতে এক নারী ও তার ছয় বছর বয়সী মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (২৭ জুন) পুলিশ জানিয়েছে, হারিদ্বারের রুরকি এলাকায় এক ব্যক্তি ও তার বন্ধু গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে তাদের ধর্ষণ করে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ওই নারী একটি ধর্মীয় স্থান থেকে নিজের বাড়ি পিরান কালিয়ারে ফেরার পথে ছিলেন। রাতের বেলা তার সাথে ছিল ছয় বছর বয়সী মেয়ে। এসময় সোনু নামের এক ব্যক্তি তাদেরকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে।

পুলিশ সুপার (রুরাল) প্রমেন্দ্র দোভাল জানান, গাড়িতে আগেই সোনুর কয়েকজন বন্ধু ছিল। মা ও মেয়ে গাড়িতে ওঠার পর তা চলতে শুরু করলে সোনু ও তার বন্ধুরা তাদের সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাদের কাছে একটি খালে ফেলে দেয়। ওই নারী মধ্যরাতে কাছের একটি পুলিশ থানায় পৌঁছতে সক্ষম হন এবং পুলিশকে পুরো ঘটনা জানান।

পুলিশের মতে, ওই নারী নির্দিষ্টভাবে বলতে পারেননি গাড়িতে কতজন পুরুষ ছিল। তিনি জানিয়েছেন, গাড়ি চালকের নাম সোনু।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply