বিক্ষোভের মুখে ইন্দোনেশিয়ায় মোহাম্মদ নামের ব্যক্তিদের ফ্রি মদ দেয়ার ঘোষণা প্রত্যাহার, গ্রেফতার ৬

|

ছবি: সংগৃহীত

মোহাম্মদ নামের ব্যক্তিদের ফ্রি মদ দেয়ার বিজ্ঞাপনকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় এমন বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চেইনশপ হলিউইংস জানায়, আইডি কার্ড উপস্থাপন করে মোহাম্মদ নামের পুরুষ ও মারিয়া নামের নারীরা প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে এক বোতল অ্যালকোহলের নিতে পারবেন। ব্যাপক সমালোচনার জেরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেয়া হয়।

মিরর ডট ইউকের প্রতিবেদনে বলা হয়, ওই পোস্ট অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং বেশ কয়েকটি যুব সংগঠন ব্লাসফেমি করার অভিযোগে পুলিশকে ব্যবস্থা নিতে রিপোর্ট করে।

পরে শুক্রবার (২৪ জুন) পুলিশ হলিউইংসের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এর প্রচার দলের প্রধানসহ ছয় সন্দেহভাজনকে একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে উপস্থাপন করে। এসময় দক্ষিণ জাকার্তার পুলিশ প্রধান বুধি হার্দি সুসিয়ানতো বলেন, ওই ছয় সন্দেহভাজনই কোম্পানিটির জন্য কাজ করে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply