ইউক্রেনের ব্যস্ততম শপিং সেন্টারে রাশিয়ার ছোঁড়া মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। স্থানীয় সময় সোমবার দুপুরে চালানো হামলায় আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, কমপক্ষে হাজারের বেশি মানুষ ছিলো ক্রেমিনচুক শহরের শপিংমলটিতে। বেসামরিক নাগরিকদের টার্গেট করে চালানো এই ধরণের হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে জি- সেভেন জোটের নেতারা। তারা বলছেন, নিরপরাধ মানুষদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা অগ্রহণযোগ্য এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘও।
ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, মিসাইল হামলার পর মুহূর্তেই গোটা শপিং মলে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়েই মারা গেছে বেশিরভাগ মানুষ। ইতোমধ্যেই তারা শপিং সেন্টারে উদ্ধার কাজ শুরু করেছেন। হামলায় এ পর্যন্ত ১৬ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এটিএম/
Leave a reply