তুরস্কে বন্যার পানিতে ভেসে গেলো গোটা ব্রিজ

|

ছবি: সংগৃহীত

বন্যার পানির তোড়ে ভেসে গেলো গোটা ব্রিজ। সোমবার (২৭ জুন) তুরস্কের ইনেবোলু শহরে হয় এ ঘটনা। খবর ইয়াহু নিউজের।

কৃষ্ণ সাগরীয় অঞ্চলটিতে গত কয়েকদিন ধরেই চলছে ভারি বৃষ্টি। স্থানীয় নদীগুলোয় পানির উচ্চতা বিপৎসীমা পেরিয়েছে। ইনেবোলুর ব্রিজটির একাংশ তলিয়ে যায় পানিতে। তীব্র স্রোতে সোমবার মাঝ বরাবর ভেঙে যায় সেতুটি। ভাসিয়ে নিয়ে যায় পুরো ব্রিজ। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কের ছয় প্রদেশে। তলিয়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর। এখনও বৃষ্টি চলছে বিভিন্ন শহরে।

সোমবার তিন প্রদেশে আটকে পড়া কয়েক শত মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply