প্রকল্প সংশোধনে বাড়ছে কাঠামো নির্মাণের ব্যয়: সিপিডি

|

অবকাঠামো বিষয়ে সিপিডির সংলাপ।

প্রকল্প বারবার সংশোধন করা নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। এর ফলে কাঠামো নির্মাণের ব্যয় বাড়ছে। আবার নামমাত্র বরাদ্দ দিয়ে এডিপিতে প্রকল্প টেনে নেয়ার প্রবণতাও বন্ধ হচ্ছে না। ফলাফলে দেখা গেছে, একাধিক অবকাঠামো তৈরি করে সুফল পেতে দেরি হচ্ছে বাংলাদেশে। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র।

বুধবার (২৯ জুন) সকালে প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। মূল প্রবন্ধে বলা হয়, মাত্র ১ লাখ টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প রাখা হচ্ছে উন্নয়ন বাজেটে। আগামী অর্থবছরে এমন উদ্যোগের সংখ্যা ৫৯টি। আবার পরিচালকরা একাধিক প্রকল্পের দায়িত্ব ও সুবিধা নিয়ে রাজধানীতে অবস্থান করছেন। এতে কাজের গতি বাড়ছে না।

এ অবস্থায় প্রকল্প তদারকির জন্য আইএমইডির কার্যক্রমকে ঢেলে সাজাতে বলছে সিপিডি। পাশাপাশি, দুর্নীতি রোধে কঠোর আইন প্রণয়নের তাগিদ দিয়েছে এই সংস্থা।

আরও পড়ুন: দেশে মসলার উৎপাদন বাড়াতে চায় সরকার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply