গাজীপুরের পোশাক কারখানায় অজ্ঞাত কারণে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

|

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে আরবেলা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাওনা আল হেরা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৯ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন এলাকার ওই কারখানায় অজ্ঞাত কারণে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অসুস্থ্যের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যায়। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়।

অসুস্থ শ্রমিককের স্বজনরা জানায়, ওই কারখানায় ৫ শতাধিক শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা জানিয়েছেন, অতিরিক্ত গরমে শ্রমিকদের মধ্যে আতঙ্কের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply