ফুটবলারদের সেরা একাদশ ঘোষণা করলো মার্কা, রোনালদোর ২ ধাপ পেছনে মেসি

|

সংগৃহীত ছবি

প্রতি মৌসুম শেষে ভোটের মাধ্যমে খেলোয়াড়দের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে স্প্যানিশ গনমাধ্যম ‘মার্কা’। এই নির্বাচনী প্যানেলে থাকেন একাধিক ক্রীড়া সাংবাদিক ও সংশ্লিষ্টরা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

২০২১-২২ মৌসুমে ৭১ জন সদস্যের ভোটে সেরা একাদশ ঘোষণা করেছে মার্কা। কিন্তু এই একাদশে জায়গা হয়নি সময়ের অন্যতম সেরা দুই ফুটবল তারকা লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর। র‍্যাঙ্কিং তালিকায় রোলানদো ২৪তম ও মেসি জায়গা পেয়েছেন ২৬তম জায়গা পেয়েছেন।

ফুটবলে নজর কাড়ে এমন সব দেশ থেকেই খেলোয়াড়রা এই একাদশে জায়গা পেলেও জায়গা হয়নি কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ের।

আরও পড়ুন:  তোয়ালে আর বিছানার চাদরেই ১৪ হাজার ইউরো খরচ রোনালদোর!

একাদশটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে। সেরা একদশে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ৫ জন খেলোয়াড়। যেখানে কোনো সন্দেহ ছাড়াই গোলকিপারের জায়গা পেয়েছেন থিবো কোর্তোয়া। সেই সাথে আছেন লুকা মদ্রিচ, কারিম বেনজেমা, আলাবা ও ভিনিসিয়াস জুনিয়রের নাম।

এদিকে আরেক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট লিভারপুলের আলেক্সান্ডার আরনল্ড, ভ্যান ডাইক ও মোহামেদ সালাহও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। পারফর্মেন্সের ভিত্তিতে ম্যানসিটির তিন খেলোয়ার হোয়াও ক্যানসেলো, কেভিন ডি ব্রুইনা ও রদ্রিও আছেন মার্কার সেরা একাদশে। সূত্র: মার্কা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply