পচা, বাসি খাবার বিক্রি: পান্থপথে চারটি রেঁস্তোরাকে জরিমানা

|

পচা, বাসি খাবার বিক্রি ও পণ্য বিএসটিআই অনুমোদন না থাকায় রাজধানীর পান্থপথের একটি শপিং সেন্টারে চারটি রেঁস্তোরাকে জরিমানা করা হয়েছে। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।

অভিযানে খাবারের মান, দাম ও বিএসটিআই অনুমোদন পরীক্ষা করা হয়। আগের দিনের বাসি খাবার পুনরায় বিক্রি, খুচরা মূল্যের অতিরিক্ত দামে পানি বিক্রি ও চকলেটজাতীয় খাবারে বিএসটিআই অনুমোদন না পাওয়ায় তাদের জরিমানা করা হয়।অধিদফতরের সহকারী উপ-সচিব মোহাম্মদ শাহরিয়ার জানান, প্রাথমিকভাবে জরিমানা করা হলেও নিয়মিতভাবে রেঁস্তোরাগুলোর মান যাচাই করবে ভোক্তা অধিদফতর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply