টিকিটের জন্য যাত্রীদের চরম ভোগান্তি, রেলমন্ত্রীর অসহায় আত্মসমর্পণ

|

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ঈদের আগাম টিকিট নিয়ে যাত্রীদের চরম ভোগান্তির বিষয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (২ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি বলেন, চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম। সক্ষমতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত এই ভোগান্তি থাকবে।

নিয়ম অনুযায়ী, অর্ধেক টিকেট অনলাইনে ও বাকি অর্ধেক টিকেট স্টেশনের কাউন্টার থেকে দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগ রয়েছে। আছে টাকা কেটে নিলেও টিকেট না দেয়ার অভিযোগও। রেলের টিকিটের জন্য লাইন সামনের দিকে না আগালেও, ঠিকই শেষ হচ্ছে টিকিট। তাই অপেক্ষমান যাত্রীদের অভিযোগ, কোথায় যাচ্ছে এই টিকিট!

আরও পড়ুন: একদিন আগে লাইনে দাঁড়িয়েও টিকেট পেতে ভোগান্তি কমলাপুরে

রেলের টিকিটের জন্য যাত্রীদের ভোগান্তির ব্যাপারে অনেকটা যেন অসহায় শোনালো রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কথা। তিনি বলেন, ভোগান্তির কারণ একটিই, আর তা হলো চাহিদার তুলনায় আমাদের কম সংখ্যক পরিবহণের সক্ষমতা। এই ভোগান্তি আমাদের মেনে নিতে হবে। আমি চেষ্টা করছি, ধীরে ধীরে যেন এই পরিস্থিতির উন্নতি করতে পারি।

আরও পড়ুন: কমলাপুরে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়, অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply