মাত্র ৫০ টাকায় নিজের হাঁটুর চিকিৎসা করাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনি।
গত কয়েকমাস ধরেই হাঁটুর ব্যাথায় ভুগছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। বেশ কয়েকজন চিকিৎসকের দ্বারস্ত হয়েও মেলেনি ব্যাথা থেকে মুক্তি। তাই আয়ুর্বেদিক চিকিৎসক বন্ধন সিং খারবারের কাছে গিয়েছেন এই মারকুটে ব্যাটার। রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার ভেতরে থাকেন এই আয়ুর্বেদিক চিকিৎসক। নিজের বাবা-মায়ের হাঁটুর চিকিৎসার উন্নতি দেখেই বন্ধন সিং এর দ্বারস্ত হয়েছেন ধোনি।
বন্ধন সিং অসুস্থতা নিরাময়ের জন্য বন্য গাছপালা ব্যবহার করার জন্য পরিচিত। তার চিকিৎসার জন্য, ধোনিকে ওষুধের একক ডোজ বাবদ ৪০ রুপি যা বাংলাদেশি প্রায় ৫০ টাকার মতো নেওয়া হয়েছিল।
আইএএনএস-এর সূত্রমতে, বৈদ্য বলেছেন- ধোনি কোনো আড়ম্বর ছাড়াই একজন সাধারণ রোগীর মতো আসেন। একজন সেলিব্রেটি হওয়ার পরও তার কোনো গর্ব নেই। তবে, এখন প্রতি চার দিন পর পর ধোনির আগমনের খবরে তার ভক্তরা এখানে জড়ো হয়। সূত্র: ডিএনএ ইন্ডিয়া।
জেডআই/
Leave a reply