প্রেসক্লাবের সামনে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার

|

জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমান। গুরুতর দগ্ধ অবস্থায় শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে; এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সোমবার (৪ জুলাই) বিকেলে ৪টা ৪৯ মিনিটে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে গেছে। তাকে আইসিইউতে দেয়া হবে। তার জ্ঞান নেই। চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক এ নেতা বর্তমানে ব্যবসা করেন। জানা গেছে, হেনোলাক্স কোম্পানির কাছ থেকে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন তিনি। কিন্তু পাওনা টাকা দিচ্ছে না কোম্পানিটি। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply