প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। এরই ধারাবাহিকতায় সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, ভাষার কনটেন্ট।
দেশি ওটিটি প্লাটফর্ম চরকিতে এ সপ্তাহের সিনেমা হতে যাচ্ছে ইরানী পরিচালক রেজা ফাহিমি পরিচালিত ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি। ২০১৮ সালে ইরানী ভাষায় মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এ সিনেমাটি। এবার বাংলা ভাষাতেও সেটি দেখতে পারবেন দর্শকরা। ‘লাইফ অ্যাগেইন’ সিনেমায় অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দাম প্রমুখ।
‘তানসেনের তানপুরা’র পর আলাপ-শ্রুতি আবারও ফিরেছে ‘রুদ্রবীণার অভিশাপ’-এর কাহিনি জানতে। মুখ্যভূমিকায় সৌরভ দাস, বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা ও দিতিপ্রিয়া। জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘রুদ্রবীণার অভিশাপ দ্বিতীয় পর্ব’ মুক্তি পেয়েছে পহেলা জুলাই। ওটিটি প্লাটফর্ম হইচই-এ সিরিজটি দেখতে পাবে দর্শক।
এদিকে, বক্স অফিসে ব্যর্থতার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’। ইতিমধ্যেই অ্যামাজন প্রাইমের তরফ থেকে ট্রেলারও মুক্তি পেয়েছে। ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এ সিনেমায় অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন মানসী চিল্লর, সঞ্জয় দত্ত, সোনু সুদ প্রমুখ।
ক্রিস প্যাট অভিনীত অ্যাকশন থ্রিলার সিরিজ ‘দ্য টার্মিনাল লিস্ট’ ওটিটিতে আসতে যাচ্ছে এ সপ্তাহেই। নেভি সিল কমান্ডার জেমস রিসের দলের খুন ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এ সিরিজ পহেলা জুলাই থেকে দেখা যাবে আমাজন প্রাইমে।
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনার নতুন সিনেমা ‘ধাকাড়’ও খুব একটা ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। তবে তার প্রভাব পড়েনি ওটিটি মুক্তিতে। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ সিনেমার স্বত্ব কিনে নিয়েছে। তবে ওটিটিতে মুক্তির পর কতোটা সাড়া ফেলতে পারে ‘ধাকাড়’ এখন সেটাই দেখার বিষয়।
/এসএইচ
Leave a reply