সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির অনুমতি পেল ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। আসন্ন ঈদুল আযহায় সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা নেই।
সিনেমাটি দেখে আনকাট সেন্সর ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটির কয়েকটি জায়গায় আপত্তি জানাতে পারে। ফলে কোরবানির ঈদে মুক্তি তালিকা থেকে নাম মুছে যেতে পারে সিনেমার। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ছাড়পত্র পেল রায়হান রাফি পরিচালিত বহুল আকাঙ্ক্ষিত এ সিনেমা।
সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, মিলি বাশারসহ অনেকেই।
/এসএইচ
Leave a reply