টলিউডে অভিষেক হচ্ছে সিয়ামের

|

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সম্প্রতি জানা গেছে,  যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম পরিচালিত ‘ইন দ্য রিং’ নামের একটি হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার জানা গেলো, কলকাতার সিনেমাতেও অভিষিক্ত হতে চলেছেন সিয়াম। তবে ওপার বাংলায় সিয়ামের প্রথম সিনেমার নামটি এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এতে প্রধান ভূমিকায় আরও থাকছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। সিয়াম আহমদের বিপরীতে ছবিটিতে দেখা যাবে অভিনেত্রী আয়ুষীকে। আগামী আগস্ট মাস থেকে লন্ডনে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, অনেক দিন ধরেই পরিকল্পনা চলছে এ সিনেমা নিয়ে। সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে’র সাথে গল্প আর চরিত্র নিয়ে কথা হচ্ছিলো করোনা মহামারির শুরু থেকেই। এটি মূলত একটি পারিবারিক গল্পের সিনেমা। দুই জেনারেশনের গল্প নিয়ে সিনেমা। এ সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply