যুদ্ধের মধ্যেই ইউক্রেনের উত্তরাঞ্চলে চলছে বাড়িঘর সংস্কার

|

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের উত্তরাঞ্চলে চলছে বাড়িঘর সংস্কারের কাজ। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ আবাসন নিশ্চিতে কাজ করছে বিশেষ টিম। তারা বলছেন, আশ্রয়কেন্দ্রের মানবেতর পরিস্থিতির অবসান ঘটাতেই স্বেচ্ছায় নির্মাণ কাজে যোগ দিয়েছেন তারা। শুধু স্থাপনা নির্মাণই নয়, মাইন অপসারণের মতো ঝুঁকিপূর্ণ কাজেও অংশ নিচ্ছেন তারা।

কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই মানুষের বাড়িঘর পুনর্নির্মাণে লেগে পড়েছেন স্বেচ্ছাসেবীরা। কিয়েভ থেকে ইয়াহিদনিতে গেছেন ২৩ সদস্যের একটি দল। জরুরি অবস্থার মধ্যেই তারা চালিয়ে যাচ্ছেন সংস্কার কাজ। স্বেচ্ছাসেবীরা বলছেন, মার্চের শেষের দিকে উত্তরাঞ্চলীয় চেরনিভ শহর ছেড়ে গেছে রুশ বাহিনী। নতুন করে হামলার শঙ্কা থাকলেও বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে নেয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। গেলো এক সপ্তাহে সংস্কার করা হয়েছে অন্তত ২১টি বাড়ি।

তাদের প্রত্যাশা, উত্তরাঞ্চলে আর যুদ্ধের আঁচড় পড়বে না। সবাই ফিরতে পারবে নিজ ভূমিতে। নিরাপদে বেড়ে উঠবে নতুন প্রজন্ম।

রাজধানী থেকে যাওয়া স্বেচ্ছাসেবীদের বিশেষ এই দলে আছেন শিক্ষক, অ্যাথলেটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ কাজে বাড়ছে তরুণদের অংশগ্রহণও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply