ডেনমার্কের শপিংমলে হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তবে পুলিশ এও জানিয়েছে যে, হামলার সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বরং হামলাকারী মানসিক বিকারগ্রস্ত। এরই মধ্যে ওই হামলাকারীকে ২৪ দিনের মানসিক নজরদারিতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ জুলাই) ২২ বছর বয়সী ঐ যুবককে আদালতে তোলা হলে বিস্তারিত তথ্য দেয় পুলিশ। তারা জানায়, হামলার পেছনে কোনো মোটিভ ছিল না। এমনকি এর সাথে জঙ্গিবাদেরও কোনো সম্পর্ক নেই বরং হামলাকারীকে মানসিক বিকারগ্রস্ত বলছে তারা।
পুরিশ বলছে, সুর্নিদিষ্ট কাউকে লক্ষ্য করেও সে হামলা চালায়নি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুই ড্যানিশ এবং এক রুশ নাগরিক। আহত ৩ জনের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রোববার স্থানীয় সময় সাড়ে ৫টা নাগাদ রাজধানীর জনপ্রিয় ফিল্ড শপিং মলে হামলা চালায় আততায়ী।
/এডব্লিউ
Leave a reply