শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের প্রতি সম্মান জানিয়েই মহারাষ্ট্রের নতুন জোট সরকারে রাখা হচ্ছে তার নাতি আদিত্যনাথ ঠাকরেকে।
বিজেপি-শিবসেনা জোটের মুখপাত্র ভারত গোগাওয়ালে নিশ্চিত করেন এই তথ্য। গোগাওয়ালে জানান, স্পিকার বরাবর বিগত সরকারের ১৬ বিধায়ককে বরখাস্তের অনুরোধ জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে। কারণ একনাথ শিন্ডের শিবসেনা অংশকে সমর্থন জানাতে রাজি ছিলেন না তারা।
সোমবার (৫ জুলাই) সহজেই জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষায় উৎরে যান মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্য বিধানসভায় আস্থা ভোটে জয় পায় তার সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪ ভোট। ম্যাজিক ফিগার পার করে মোট ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছেন শিন্ডে। একই সাথে শিবসেনার দলীয় পরিষদের শীর্ষ নেতার পদও পেয়েছেন তিনি। ফলে উদ্ধব ঠাকরে এবং তার অনুসারীদের বিরুদ্ধে যে কোনো সময় পদক্ষেপ নিতে পারবেন তিনি।
/এডব্লিউ
Leave a reply