রামোসের দোষ দেখছেন না সাবেক ইংলিশ অধিনায়ক

|

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের দোষ দেখছেন না সাবেক দুই ইংলিশ ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ও বর্তমানে বিটি স্পোর্টসের টিভি উপস্থাপক রিও ফার্ডিনান্ড উল্টো রিয়াল তারকার প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘এমন একটা বড় ম্যাচে এমন কিছু ঘটে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক। দিন শেষে এটির জন্য খেলার স্পিরিট নষ্ট হয়েছে।’

সালাহকে বল দখলের লড়াইয়ে বাধা দিতে পারায় রামোসের প্রশংসা করে ফার্ডিনান্ড বলেন, ‘আমি বলবো আমার কাছে মনে হয়েছে রামোস খুব ভালো ডিফেন্ড করেছে। মোটেও এটা মনে হয়নি যে, সে ইচ্ছা করে এমনটি (সালাহ হাত আটকে রেখে ফেলে দেয়া) করেছে।’

একই মনোভাব সাবেক ইংলিশ অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। তিনি বলেন, ‘না, এটাকে ইচ্ছাকৃত মনে হয়নি। সে (রামোস) খুব কাছাকাছি চলে গিয়েছিলো (সালাহের), যেটা আসলে সব ভালো ডিফেন্ডারেরই করা উচিত। কোনো কোনো সময় এত কাছে গেলে একে অন্যের হাত এভাবে একসাথে হয়ে যায়।’

সালাহর এভাবে পড়ে যাওয়াকে স্রেফ দুর্ভাগ্য মনে করছেন ল্যাম্পার্ড।

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসেকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷

মাঠে চিকিৎসক এসে চেষ্টা করেন মিশরের ‘মেসি’কে সুস্থ করার৷ চিকিৎসক মাঠ ছাড়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন সালাহ৷ কিন্তু চোট গুরুতর হওয়ার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার৷ বর্তমানে তারা বিশ্বকাপ মিশন শঙ্কার মধ্যে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply