কুসিক নির্বাচনের অনিয়মগুলো তদন্তে ইসির প্রতি সুজনের আহ্বান

|

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ফাইল ছবি।

কুসিক নির্বাচনের অনিয়মগুলো তদন্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে ডিআরইউতে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, কুসিক নির্বাচনে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন এবং অনিয়মের বিরুদ্ধে আইন ও বিধি প্রয়োগ না করতে পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাদের সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে নির্বাচন কমিশনের শপথ ভঙ্গ হয়েছে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আরও বলেন, ইসির ওপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়ে ফেলবে। আর সে কারণে অংশগ্রহণমূলক নির্বাচন কখনোই সম্ভব হবে না বলেও জানান তিনি। বদিউল আলম মজুমদার বলেন, কুসিক নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন করে কমিশনের স্বচ্ছতা প্রমাণ করতে হবে। নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্যগুলোর সঠিক কিনা, তা যাচাইয়ের উদ্যোগ নেয়ার জন্য ইসিকে আহ্বান জানান সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক।

আরও পড়ুন: বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আ.লীগের মনে নেই: কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply