মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ১০

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম আশিক গাজী (২৮) রাজবাড়ী জেলার ব্রাহ্মণদিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে।

পুলিশ জানায়, ঢাকামুখি সেলফী পরিবহনের বাসের সাথে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিক গাজী নামে এক যাত্রী প্রাণ হারান। দুই গাড়ির চালক ভেতরে আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরসহ অন্যান্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা কবলিত যান দুটি সরানের পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply