দলবদলের বাজারমূল্যে সেরা পঞ্চাশে নেই মেসি, রোনালদো নেই দুইশোতেও!

|

ছবি: সংগৃহীত

ট্রান্সফার মার্কেটের বর্তমান বাজার মূল্যের সেরা পঞ্চাশেও নেই লিওনেল মেসি। দুইশোর মধ্যে নেই আরেক প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। নেইমার আছে তালিকার ২৩ নাম্বারে আর ১ নাম্বার জায়গাটা দখল করে আছেন কিলিয়ান এমবাপ্পে।

ফুটবলারদের দলবদলে এখন সরগরম ট্রান্সফার মার্কেট। ক্লাবগুলোর ফুটবলার কেনা বেচার কাজ অনেকটাই সহজ করে দেয় ট্রান্সফার মার্কেট ডট কম। বয়স, পারফরমেন্স ও চুক্তিতে থাকা বাকি সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে মূল্য নির্ধারণ করে থাকে এই ওয়েবসাইট। আর সেই তালিকায় সেরা পঞ্চাশেও নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী এই সুপারস্টারের সাথে তার ক্লাব পিএসজির চুক্তির মেয়াদ আছে আর এক বছর। সে হিসেবে তালিকার ৯১ নাম্বারে আছেন তিনি। শুধু তাই নয় আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যেও শীর্ষে নেই তিনি। সেরা পঁচিশে জায়গা করে নেয়া লাউতারো মার্টিনেজ মেসির থেকে এগিয়ে দুই কোটি পঞ্চাশ লাখ ইউরো মূল্যে।

মেসির কথা আসলেই অবধারিতভাবে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। সেই রোনালদোর অবস্থানটা স্বাভাবিকভাবেই বেশ নিচে। ৩৭ বছর বয়সী সিআরসেভেন তিন কোটি ইউরো দাম নিয়ে আছেন তালিকার ২১৯ নাম্বারে।

তবে সবশেষ মৌসুম ভালো না কাটা, সাথে পিএসজি ছেড়ে দিতে চাওয়া নেইমার আছেন ভালো অবস্থানে। ৭ কোটি ৫০ মিলিয়ন ইউরো দাম নিয়ে তালিকার ২৩ নাম্বারে অবস্থান নেইমারের। তালিকার ১ নাম্বার অবস্থান দখল করে আছেন মেসি-নেইমারের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই ফুটবলারকে কেউ কিনতে চাইলে গুনতে হবে ১৬ কোটি মিলিয়ন ইউরো। দুইয়ে আছে নরওয়েজিয়ান স্ট্রাইকার আরর্লিং হ্যালান্ড। ১৫ কোটি ইউরো দাম রয়েছে তার নামের পাশে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply