তারকাদের জীবনে চড়াই উতরাই নতুন নয়। এই দুই শব্দের আশপাশেই যেন তারকাদের বিচরণ। সাফল্যের চাকচিক্য যেমন দেখা যায়, তেমনি তাদের ব্যর্থতার গল্পও রয়েছে। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় এসব কথা বলেন বলিউডের অন্যতম সফল পরিচালক ও নৃত্য শিল্পী ফারাহ খান। খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি বলেন, তার ছবি তিস মার খান বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর তিনি নিজেকে ঘর বন্দী করে নেন। বাইরে বের হতেন না কিংবা মিডিয়ার সামনে আসতেন না। এমনকি সেরা নৃত্য পরিচালকের পুরষ্কার পাওয়ার পরও নাকি তিনি তেমন খুশি হননি।
কিন্তু তিনি বলেন, তিনি এ অবস্থা থেকে বের হয়ে এসেছেন। জীবন থেকে অনেক কিছু শিখেছেন। জীবনে সাফল্য যেমন রয়েছে। তেমনি ব্যর্থতাও থাকবে। তিনি আরও বলেন, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং পরিপক্ব। আমার কাছে যা থাকার তা এমনি থাকবে।
গেল ৩০ বছর ধরে বলিউডে কাজ করছেন এই নৃত্য পরিচালক। শাহরুখ, সালমান ও করন জোহারের বেশ কাছের মানুষ বলেই তিনি পরিচিত। কিছুদিন আগে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’-এ বিচারক হিসাবে তাকে পেয়েছে দর্শক।
এটিএম/
Leave a reply