করজাল আরও বিস্তৃত করবে এনবিআর

|

চলতি অর্থবছরে করজাল আরও বিস্তৃত করাই হবে এনবিআর এর অন্যতম লক্ষ্য। এজন্য মহানগরসহ উপজেলা পর্যায়ে নতুন করদাতার সন্ধান কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ইএফডি লটারির ড্র অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বলেন, প্রতিবছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হচ্ছে। কমানো হয়েছে কর হারও। তাই নতুন করদাতার দিকে নজর দেয়া হচ্ছে। এজন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করছেন কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ঢাকা মহানগরীর অভিজাত এলকায় বাড়ি আছে এমন ব্যক্তিও করজালের আওতায় নেই। তাদের রিটার্ন দাখিল এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। চলতি অর্থবছরে ভ্যাট, ট্যাক্স আদায়ের পদ্ধতি আরও বেশি ডিজিটালাইজড করার কথা জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply