রাশিয়া-বেলারুশের খেলোয়াড়দের খেলতে না দেওয়ায় উইম্বলডন আয়োজকদের জরিমানা, আপিল

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে এবারের উইম্বলডনে খেলতে পারছেন না রাশিয়ার কোনো খেলোয়াড়। রাশিয়াকে সমর্থন দেওয়ায় বেলারুশের খেলোয়াড়দেরও একই নিষেধাজ্ঞা দিয়েছে উইম্বলডন। এটি মেনে নেয়নি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস। যে কারণে বড় জরিমানা করা হয়েছে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব ও লন টেনিস অ্যাসোসিয়েশনকে।

সবমিলিয়ে ১০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে লন টেনিস অ্যাসোসিয়েশনকে (এলটিএ) ৭৫০০০০ ডলার ও অল ইংল্যান্ড ক্লাবকে ২৫০০০০ ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি এবারের উইম্বলডনে কোনো র‍্যাংকিং পয়েন্ট দেওয়া হবে না বলে জানিয়েছে ডব্লিউটিএ ও এটিপি ট্যুর।

আরও পড়ুন: যেভাবে নিজেকে ফিট রাখেন ভিরাট কোহলি

এদিকে ডাব্লিউটিএর এই জরিমানার বিরুদ্ধে আপিল করেছে অল ইংল্যান্ড ক্লাব। অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন সোমবার (৪ জুলাই) বলেছেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। তাই আমি এটি সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে জরিমানার বিষয়ে আমরা গভীরভাবে হতাশ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply