শিকাগোয় প্যারেডে হামলাকারীর বিরুদ্ধে হত্যাসহ ৭টি অভিযোগ গঠন

|

প্যারেডে ৭০টির বেশি বুলেট ছুঁড়ে নারী সেজে স্থানত্যাগের সময় সার্ভেইল্যান্স ক্যামেরায় রবার্ট ক্রিমো। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ ৭টি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। খবর রয়টার্সের।

ইলিনয় স্টেট অ্যাটর্নি এরিক রেইনহার্ট জানান, আরও বেশ কয়েকটি মামলা হতে পারে ২১ বছর বয়সী রবার্ট ক্রিমোর বিরুদ্ধে। পুলিশের তদন্তে রবার্টের বিষয়ে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। গত বছর মোট ৫টি আগ্নেয়াস্ত্র কেনেন ক্রিমো। ২০১৯ সালের এপ্রিলে আত্মহত্যার চেষ্টা করেন এই ২১ বছর বয়সী তরুণ। একই বছর সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ দায়ের করা হয় থানায়।

রবার্ট ক্রিমো। ছবি: সংগৃহীত

২০১৯ সালের ৪ জুলাই শিকাগোর প্যারেডে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে রাইফেল থেকে ৭০টির বেশি বুলেট ছোঁড়েন রবার্ট। এরপর নারী সেজে পালিয়ে যান ভীড়ের মধ্য থেকে।

গত সোমবার (৪ জুলাই) আট ঘণ্টার অভিযানের পর আটক করা হয় রবার্টকে। তার বাড়ি থেকে উদ্ধার হয় আরও তিনটি আগ্নেয়াস্ত্র।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply