সরকারের অব্যবস্থাপনায় সারাদেশে লোডশেডিং হচ্ছে: ড. মোশাররফ

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

গ্যাস উত্তোলন, উৎপাদন ও বিতরণ নিয়ে সরকার গত ১৪ বছরে কোনো পরিকল্পনা করেনি। এই অব্যবস্থাপনার জন্যই বিদ্যুতের সাম্প্রতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৬ জুলাই) সকালে ডিআরইউতে সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার স্মরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে সারাদেশে লোডশেডিং চলছে। লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য মিথ্যাচার। সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশকে শ্রীলঙ্কার চেয়ে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে বিদ্যুৎ উৎসব করার পর এখন সরবরাহ নেই কেন? সরকার এর আগেও বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply