স্ত্রীকে কুপিয়ে হত্যা, বিষ খেয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

|

ছবি: সংগৃহীত

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বিষ খেয়ে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী উত্তম বাকুলি। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কাঁকুড়গাছি এলাকায়। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, ওই গৃহবধূর নাম বেবি বাকুলি। এরই মধ্যে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছেলে অভিষেক বাকুলি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিষেক বাকুলির অভিযোগ, সোমবার রাতে কাঁকুড়গাছির রাস্তায় আচমকাই তার মা বেবি বাকুলির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে উত্তম বাকুলি। পরে গলার ডানদিকে আঘাত করা হলে তার মা লুটিয়ে পড়েন। পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফুলবাগান থানা পুলিশ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে এই ঘটনার পরই সোজা থানায় গিয়ে হাজির হন উত্তম বাকুলি।আত্মসমর্পণ করে জানায়, স্ত্রী বেবি বাকুলিকে খুন করেছেন এবং নিজেও বিষ খেয়েছে। উত্তম বাকুলির কথা শুনেই থানা পুলিশ সঙ্গে সঙ্গে তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। একটু সুস্থ হলেই তাকে গ্রেফতার করে আদালতে তোলা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply