স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৯ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার (৬ জুলাই) দুপুরে তাদেরকে আটক করে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার কাছে হস্তান্তর করা হয়।
আটকের পর ওই দিনই মোবাইল কোর্টের মাধ্যমে এসব জেলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষেধাজ্ঞাকালীন সাগরে আর মাছ ধরবে না এই মর্মে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২০ মে থেকে বঙ্গোপসাগর ও নদী মোহনায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
এসজেড/
Leave a reply