জুলাই মাসের শেষে ৩টি ওয়ানডে ও ২টি চার দিনের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ২২ দিনের সফর করবে তারা।
এই সফরে ‘এ’ দলের হয়ে যাওয়ার কথা রয়েছে টেস্ট দলের কয়েকজন সদস্যদের। তাদের মধ্যে আছেন রানখরায় ভোগা মুমিনুল হক, সাদমান ইসলাম ও ইনজুরি কাটিয়ে উঠা অফ স্পিনার নাঈম হাসানেরও।
আরও পড়ুন: গায়ানায় পৌঁছেছে টাইগাররা, ঘুরে দাঁড়ানোর আশ্বাস মোস্তাফিজের
এছাড়া উইন্ডিজ সফরে যাওয়ার আগে এইচপি’র বিপক্ষে ১টি তিন দিনের ম্যাচ ও দুইটি ১ দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। এই ম্যাচগুলো খেলেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দেবে তারা।
প্রসঙ্গত, চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েন তিনি। এর আগে সাকিব আল হাসানের কাছে টেস্ট দলের অধিনায়কত্বও হারান তিনি। আর দীর্ঘদিন ধরেই দলে নেই সাদমান ইসলাম।
জেডআই/
Leave a reply