৫ বছরেরও বেশি সময় পর মুখোমুখি সাক্ষাৎ হলো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার। আলজেরিয়ার প্রেসিডেন্টের মধ্যস্থতায় মঙ্গলবার সরাসরি আলোচনা হয় দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে। খবর আলজাজিরার।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে হয় বৈঠক। দেশটির স্বাধীনতার ৬০তম বার্ষিকীর আয়োজনে যোগ দেন তারা। তবে ঐতিহাসিক বৈঠকের আলোচনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষ। আলজেরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দুই ফিলিস্তিনি নেতার করমর্দন আর হাসিমুখের ছবি দেখা যায়।
২০০৭ সাল থেকে অবরুদ্ধ গাজার শাসনক্ষমতা হামাসের হাতে। পার্লামেন্ট নির্বাচনে ফাতাহকে হারিয়েছিল দলটি। অন্যদিকে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের শাসনভার ফাতাহ’র হাতে। গত কয়েক বছরে দুই দলের দ্বন্দ্ব নিরসনে আরব নেতাদের বেশ কিছু উদ্যোগ ব্যর্থ হয়। সবশেষ ২০১৬ সালের অক্টোবরে কাতারের রাজধানী দোহায় সাক্ষাৎ হয় আব্বাস-হানিয়ার।
এটিএম/
Leave a reply