মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

|

ফাইল ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে শনিবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হন।

বাংলাদেশি শান্তিরক্ষীগণ সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পথিমধ্যে ইয়ালোক নামক স্থানে উক্ত কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন, সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মোঃ রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারী আর্টিলারি (রংপুর) এবং আহতরা হলেন, সৈনিক মোঃ জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক মোঃ মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)।

নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য। উল্লেখ্য বাংলাদেশ ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বেনগাই শহরে স্থানান্তর করা হয়েছে। ঐ দেশে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply