৪০ রাউন্ড গুলি কেনার আবেদন ডিআইজি মিজানের

|

মাগুরা জেলা প্রশাসকের কাছে পিস্তলের ৪০ রাউন্ড গুলি কেনার আবেদন করেছেন অস্ত্রের মুখে জোর করে বিয়ে ও নারী নির্যাতনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডিআইজি মিজান। ব্যক্তিগত পিস্তলের গুলি কেনার অনুমতি চেয়ে সোমবার দুপুরে এ আবেদন করেন ডিআইজি মিজানুর রহমান।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে একটি এনপিবি পিস্তলের লাইসেন্স পান ডিআইজি মিজান। পরে ২০১১ সালের ২৩ মে আরেকটি পিস্তল কেনেন তিনি। ওই পিস্তলের জন্যই ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন ডিআইজি মিজান। তার বিরুদ্ধে জোর করে বিয়ে, অপহরণসহ বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করা হয়। অবৈধভাবে অর্জন করা সম্পদের বিষয়ে গত ৩ মে ডিআইজি মিজানকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply