অর্থহীনের সাবেক ড্রামার ও সঙ্গীত পরিচালক রুমি রাহমান আর নেই

|

ড্রামার রুমি রাহমান। ছবি: সংগৃহীত

অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার ও সঙ্গীত পরিচালক রুমি রাহমান আর নেই। সোমবার (১১ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে স্ট্রোক করে ধানমন্ডির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থহীনের প্রতিষ্ঠাতা সদস্য রুমি রাহমান।

৯০’র দশকে সঙ্গীত অঙ্গনে পদার্পণ করে অনেক কিংবদন্তি শিল্পীর সাথে কাজ করেছেন রুমি। বাংলাদেশের অন্যতম সেরা এই ড্রামার অর্থহীন ছাড়াও আর্ক, দলছুট, দ্য ট্র্যাপ, লেজেন্ড, তান্ডব, নকশীকাঁথাসহ অসংখ্য ব্যান্ডে ও সেশন মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন।

ড্রামার রুমি রাহমান। ছবি: সংগৃহীত

অর্থহীন তাদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে রুমি রাহমানের মৃত্যুতে শোক জানিয়েছে। পোস্টে অর্থহীন বলে, আমাদের ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন রুমি। অর্থহীনের ডেব্যু অ্যালবাম ‘ত্রিমাত্রিক’র অবিচ্ছেদ্য অংশ ছিলেন রুমি। তার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

ড্রামার রুমি রাহমানের নামাজ-এ-জানাজা অনুষ্ঠিত হবে সোমবার বাদ জোহর ধানমন্ডি ৭ নম্বর বড় মসজিদে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply