‘২০ বছর বয়সে এসেছিলাম, পরিণত হয়ে যাচ্ছি’

|

ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে রাহিম স্টার্লিং। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দিলেন রাহিম স্টারলিং। ৫ বছরের চুক্তিতে ব্লু শিবিরে যোগ দিয়েছেন এই ইংলিশ। আনুষ্ঠানিকভাবে চেলসি ও ম্যানসিটির কেউই জানায়নি ট্রান্সফার ফির পরিমাণ কতো। তবে ইংলিশ গণমাধ্যমের মতে পাঁচ কোটি পাউন্ড খরচ হচ্ছে চেলসির।

দীর্ঘদিন পর লন্ডনে ফিরে দারুণ উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী এই উইঙ্গার। ওয়েস্ট লন্ডনের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের যুব দল থেকে স্টার্লিং ২০১০ সালে যোগ দেন লিভারপুল জুনিয়র দলে। অ্যানফিল্ডের মূল দলে তিন বছর খেলে ২০১৫ সালে চার কোটি ৯০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেন স্টারলিং।

আরও পড়ুন: পঞ্চম টায়ারে খেলা দলের সাথে বার্সেলোনার ড্র

গত মৌসুমে সিটির হয়ে ৪৭ ম্যাচ খেলে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৯টি গোল। চেলসিতে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগে ম্যানচেস্টার সিটি ভক্তদের বিদায় জানান এই ইংলিশ।

বিদায়ী বার্তায় স্টার্লিং বলেন, আমি ২০ বছর বয়সে ম্যানচেস্টারে এসেছি। আজ আমি একজন পরিণত মানুষ হিসেবে বিদায় নিচ্ছি। আপনাদের অবিরাম সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যানচেস্টার সিটির শার্ট পরা সম্মানের।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply