শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ১৮ বিচারপতি

|

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন ১৮ অতিরিক্ত বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া অস্থায়ী বিচারপতিদের শপথ পাঠ করার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টে দুই বছরের জন্য ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন জেলা জজ পদমর্যাদায় কর্মরত ছিলেন, বাকিরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করতেন।

নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন- ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, অ্যাডভোকেট এস. এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহিউদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম মনিরুজ্জামান, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট ড. কে. এম হাফিজুল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply