ট্রাম্পের সঙ্গে কিম কার্দাশিয়ানের বৈঠক

|

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আর কয়েক দিন পরেই ঐতিহাসিক সম্মেলনে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই হোয়াইট হাউসে বুধবার আরেক কিমের সঙ্গে বসলেন তিনি।

দেশটির রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে কারা সংস্কার ও দণ্ড নিয়ে আলোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কালো স্যুট ও ফ্যাকাশে হলুদ রঙের উঁচু সরু গোড়ালির জুতা পরে ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে এসে হাজির হন কার্দাশিয়ান।

কিম কার্দাশিয়ান ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসের ফৌজদারি অপরাধের বিচার সংস্কার নিয়ে তিনিই সর্বাগ্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর পর তিনি আরেক টিভি ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন।

টুইটারে ট্রাম্প বলেন, কিম কার্দাশিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে আমাদের মধ্যে কারা সংস্কার ও দণ্ড নিয়ে আলোচনা হয়।

সৌখিন টিভি ব্যক্তিত্ব হিসেবে মার্কিনমুলুকে ৩৭ বছর বয়সের কার্দাশিয়ানের পরিচিতি। তিনি ৬২ বছর বয়সের মারিয়া জনশনের মুক্তি দাবি করেন। মারিয়া মাদক অপরাধে কয়েক দশক ধরে কারাকারে আটক রয়েছেন।

এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কঠোর মাদক আইনের সংস্কার চেষ্টা করেছিলেন। কিন্তু কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ব্যর্থ হয়েছিলেন।

কিন্তু ট্রাম্প আরও কঠোর আইনের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। গত দেড় বছরে তিনি আরিজোনার কুখ্যাত শেরিফ জো আরপিয়াওকে ক্ষমা করে দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply