ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ঋষি সুনাক ও লিজ ট্রাস

|

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত টিকে রইলেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। গতকাল বুধবার (২১ জুলাই) কনজারভেটিভ নেতা নির্বাচনের ৫ম দফা ভোটাভুটির পর চূড়ান্ত হয় দুই প্রার্থী। খবর রয়টার্সের।

এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। পেয়েছেন ১৩৭ দলীয় এমপির সমর্থন। ব্যবধান কমিয়ে এনেছেন লিজ ট্রাস। তার ঝুলিতে পড়েছে ১১৩ ভোট। এই রাউন্ডে ১০৫ ভোট নিয়ে বাদ পড়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মরডান্ট।

গেলো সপ্তাহে শুরু হয় বরিস জনসনের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। ১১ জন প্রার্থীর মধ্যে ধাপে ধাপে বাদ পড়েন ৯ জন। এবার কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্যের ভোটে নির্বাচিত হবেন দলের নেতা। যিনি দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী পদেও। এমপিদের ভোটে ঋষির অবস্থান ভালো হলেও দলীয় সদস্যদের মধ্যে লিজের জনপ্রিয়তা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। কে হবেন বরিস জনসনের উত্তরসূরি তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply