মেগা প্রকল্প গ্রহণে যে স্বস্তির জায়গায় ছিল, এখন সেটি আর নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

|

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মেগা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এতোদিন যে স্বস্তির জায়গা ছিল, এখন সেটি আর নেই। তিনি বলেন, কমেছে বৈদেশিক মুদ্রার মজুদ। মূল্যস্ফীতির হারও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় বৈদেশিক ঋণ পরিশোধে চাপের মুখে সরকার। কারণ ২০২৪ সাল থেকে ঋণ পরিশোধ শুরু হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশের ২০টি মেগা প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন অনুষ্ঠানে এসব জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আরও বলা হয়, বৈশ্বিক সংকটাপন্ন এই সময়ে যেসব প্রকল্প শুরু করা হয়নি এবং দুর্নীতিগ্রস্ত; সেগুলো বন্ধ করা উচিৎ। আইএমএফ থেকে ঋণ নেবার পরামর্শও দেন এই অর্থনীতিবিদ।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সবচেয়ে বেশি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে ২০১৮ সালের পর প্রকল্পগুলো বাস্তবায়নের গতি কমে যায়। অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে রাশিয়া। তারপর যথাক্রমে জাপান ও চীন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply