সরিষাবাড়িতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

|

স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুরের সরিষাবাড়িতে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার (৩১মে) বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় আওয়ামী নেতা হারুন মেম্বার ও তোফাজ্জল হোসেনের লোকজন। এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম বালু উত্তোলনে বাঁধা দিলে বৃহষ্পতিবার সন্ধ্যায় হারুন মেম্বার ও তোফাজ্জল হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নূর ইসলামের পরিবারের সদস্যদের উপর হামলা করে। এসময় নূর ইসলাম ও তার স্ত্রী মাহমুদা বেগম, ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম, ভাই আলাল হোসেন ও তার স্ত্রী গুরুতর আহত হয়।

আহত জাহিদুলকে টাঙ্গাইল জেলার গোপালপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্য দের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ নামে একজনকে আটক করেছে।

যমুনা অনলাইন: আরএম/এসআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply