ফর্মে ফেরাতে কোহলিকে জিম্বাবুয়ে পাঠাতে চাইছে ভারতীয় বোর্ড

|

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই ফর্মে নেই ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এক সময়ের রানমেশিন। বিশ্রাম দেয়া হয়েছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সফরে কোহলিকে দলে রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

মূলত, আসন্ন এশিয়া কাপের আগেই কোহলিকে ফর্মে ফেরাতে এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের। ওয়ানডে ফরম্যাটে অত্যন্ত সফল ভিরাট আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ৭০টি সেঞ্চুরি। আর তাই সেই মঞ্চকে ব্যবহার করে আবারও ফর্মে ফিরবেন কোহলি এমনটাই আশা করছেন নির্বাচকরা। এছাড়া বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে এই সফরে দেয়া হতে পারে বিশ্রাম। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান।

আরও পড়ুন: দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ, অধিনায়কত্ব নিয়ে বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক

আগামী ১৮ আগস্ট থেকে ২২ আগস্টের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সফরে গিয়ে এশিয়া কাপের আগে কোহলি যাতে পুরোনো ফর্মে ফিরতে পারে সেটিই চাইছে ভারতীয় বোর্ড। সূত্র: হিন্দুস্থান টাইমস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply