সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে আবারও বিজিবি-বিএসএফ’র ঐকমত্য

|

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় আনতে আবারও ঐকমত্য পোষণ করেছে বিজিবি-বিএসএফ। বিজিবি মহাপরিচালক বলেছেন, সীমান্ত হত্যা কমাতে নয়, আমরা দুই দেশই চাই সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করতে। আর বিএসএফ মহাপরিচালকের দাবি, সীমান্তে কোনো সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা ঘটে না। সন্ত্রাসী-চোরাচালানে সাথে জড়িতদের ওপরেই গুলি চালানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয় ১৭ জুলাই। ৫দিন ব্যাপী সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুই বাহিনীর প্রধান।

বিএসএফ প্রধান পঙ্কজ কুমার সিং বলেন, অপরাধীদের তৎপরতা বেশি বলে সীমান্ত হত্যা একেবারে বন্ধ হবে না। তবে কমবে। গুলিতে যারা মারা যায় তাদের অধিকাংশই অসৎ উদ্দেশে সীমান্তে যায় বলে জানান তিনি। তবে সৎ উদ্দেশ্য থাকা কোনো কৃষক বা জেলেদের বিরুদ্ধে গুলি চলে না বলে দাবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রধানের দাবি।

তিনি আরও বলেন, আমরা শুধু অপরাধীদের শাস্তির আওতায় আনি। খেয়াল করবেন দিনের বেলায় কিন্তু কোনো গুলি হয় না। সব হয় রাতের বেলা। রাত ২-৪টায় সীমান্তে নিশ্চয় কোনো সাধারণ কেউ যায় না। চোরাচালান করতে যায়। তারা ওখানে কী করে তা আমরা সবাই জানি। গুলিতে শুধু বাংলাদেশিরা মারা যান না। একবছরে ৮ ভারতীয় মারা গেছে। আমরা তাদেরকে অপরাধী হিসেবেই দেখি।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, আমরা উভয়পক্ষ চেষ্টা করব যেন সীমান্ত হত্যা শুধু কমানো না, শূন্যের কোঠায় নিয়ে আসার।

সীমান্ত হত্যা বন্ধসহ আরও বেশ কয়েকটি সমঝোতা হয় দুই বাহিনীর মধ্যে। রাজশাহীর চর মাজাদিয়া ও চর খানপুরের বাসিন্দাদের জন্য শুষ্ক মৌসুমে পদ্মা নদীর ভারতীয় অংশ ব্যবহারের অনুমতি নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএসএফের আপত্তিতে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিতব্য আখাউড়া-লাকসাম রেলপ্রকল্পের সমস্যা নিষ্পত্তিতেও কথা বলেন কর্মকর্তারা।

বাংলাদেশে ভারত থেকেও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানিয়ে বিজিবি বলছে, অনুপ্রবেশ বন্ধে দালালচক্রকে ধরতে বিএসএফ এর কাছে সহায়তা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত ৫১ পরিবারের ২১২ জনকে চিহ্নিত করতে পেরেছি। দুর্গম পথে কিছু অনুপ্রবেশ ঘটেছে। আমি বিএসএফকে অনুরোধ করেছি, তারা যেন তাদের প্রান্তের দালাল চক্রকে খুঁজে বের করে তাদের কার্যক্রম প্রতিহত করে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply